সিফাত ও মাখরাজ সহকারে কুরান শিক্ষা

সিফাত-মাখরাজ সহ কুরানের এই কোর্সে যা থাকছেঃ

আপনাদের জিজ্ঞাসিত প্রশ্ন ও আমাদের উত্তর

অবশ্যই করতে পারবেন এবং মেম্বারশীপ প্ল্যাটফর্ম সেভাবেই সাজানো হয়েছে, যেন সবাই সব জায়গা থেকেই করতে পারেন।

হ্যা ভাই এটা যে কোনো বয়সে শেখা সম্ভব আমাদের তালিম একাডেমি এখন অনেকেই আছে যাদের বয়স ৬০-৭০ + তারা সবাই আলহামদুলিল্লাহ খুব সুন্দর ভাবে কুরআন তেলওয়াত করতে পারে।এই পদ্ধতির মাধ্যমে খুব সহজে শিখছে আপনাকেও এই পদ্ধতি  শিখতে হবে অন্য কোন উপায় নাই এটাই শুদ্ধভাবে কুরআন পড়ার পদ্ধতি ছোট হলে একটু ভালো হয় কিন্তু বড়োদের জন্য আরো সহজ কারণ বড়োরা বিষয় গুলা খুব সহজে বুঝতে পারে ছোটদের চেয়ে আপনার জন্য আরও বেশি সম্ভব আর আমরা পরিয়েছি কি ভাবে জানেন একদম বাচ্চাদের মতো হাতে ধরে ধরে খুবি slowly  সুতরাং আপনি যেই বয়সের হোন না কেনো এটা আপনার জন্য খুবই সহজ

 (অবশ্যই)- এই কোসটি তৈরি করা হয়েছে শুদ্ধ ভাবে কুরআন পড়ার জন্য এর কারন আমরা এখানে দেখিয়েছি যে কোন হরফ বা শব্দ ৩ বার করে উচ্চারণ 

করা  হয়েছে আবার আপনাকে বলার সুযোগ দেওয়া হয়েছে  ৩বার যখন সুনবেন আবার বলবেন তাহলে তো অবশ্যই সুদ্ধ ভাবে পরা যাবে ।

একজন সাধারণ মানুষ কেন কারীদের মত করে উচ্চারণ করতে পারেনা  একটু ভাবুন ,যখন আপনাকে ওস্তাদ পড়াই দিচ্ছে তখন হয়তো আপনি অনেকটা ঠিক ভাবেই উচ্চারণ করছেন ,ওই পাড়াটা 

বাসায় যখন প্রাক্টিস করছেন তখন আপনি ওস্তাদের মতো প্রাক্টিস করতে পারছেন না আমরা ওই যায়গা আমরা কাজ করেছি  এই কোর্সটি এমন ভাবে ডিজাইন করা হয়েছে আপনি যখন ইচ্ছা তখনি ওস্তাদের মতো করে তার উচ্চারন শুনে শুনে প্রাক্টিস করতে পারছেন আপনি ভিডিও দেখে যখন প্রাক্টিস করবেন দেখবেন ওস্তাদ আপনার সামনেই আছে আর আপনি তার মতো  করে উচ্চারণ করছেন।

আপনার জন্য  এই কোর্সটি  এমন ভাবে ভিজাইন। করা হয়েছে আপনি যেই বয়সি হোন না কেনো আপনি কুরআন শিখতে পারবেন ধরুণ আপনি ১ম ক্লাসে হরফ উচ্চারণ  এটা আপনি চাইলে ১০ -১৫ বার দেখতে পারবেন।একটি বিষয়ে আপনি যখন বারবার দেখবেন অবশ্যই আপনার মনে থাকবে। আর এই কোর্সটি নাম দেওয়া হয়েছে সহজ কুরআন শিক্ষা।

আপনাকে বলছি মাত্র ৫টি বিষয়ে জানতে পারলে আপনি শুদ্ধভাবে কুরআন পরতে পারবেন।

  1. তারভিতর হরফ চিনতে পারেন তাহলে ৫০% শিখে যাবেন
  2. হারাকার পরিচয়
  3. তানভীনের পরিচয়
  4. সাকিনের পরিচয়
  5. তাশদীদের পরিচয়
Scroll to Top